অন্য যেকোনো দুর্যোগের চেয়ে এবারের বন্যায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় অভূতপূর্ব ঐক্য দেখা যাচ্ছে। বানভাসি মানুষের জন্য একত্রিত হয়েছে সবাই।
ছাত্র-জনতা, রাজনৈতিক দল, ব্যবসায়ীগোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে সবাই। তরুণসমাজের এগিয়ে আসার আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। উদ্ধার তৎপরতার জন্য কেউ কেউ দলীয়ভাবে নৌকা বা স্পিডবোটের ব্যবস্থা করছেন, ত্রাণের ব্যবস্থা করছেন।
আবার বন্যাকবলিত এলাকায় যাঁদের বড় ভবন রয়েছে,তাঁরা তা আশ্রয়প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভরা এখন ত্রাণকাজের ছবি, ভিডিও আর এসংক্রান্ত হরেক রকম আবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে বন্যা কবলিতদের জন্য অর্থ এবং ত্রান সাহায্য নেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ডাকে সেখানে মানুষের ঢল নেমেছে।