বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল কর্তৃপক্ষ । মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ ইবি সমন্বয়ক এস এম সুইটের কাছে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সহ-সমন্বয়ক ইয়াসরুল কবির সৌরভসহ অন্য সমন্বয়করা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বন্যার্তদের পাশে থাকায় লালন শাহ হলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করছি হল কতৃপক্ষ এ ধারা অব্যাহত রাখবে।’
লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, ‘ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারী সরকার হটিয়ে দেশের সংস্থার করছে তা প্রশংসনীয়। ছাত্র জনতা দেশকে নেতৃত্ব দিলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, অভ্যুত্থানের পরবর্তী দেশের এত বড় একটা বন্যা লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ছে। দেশের সকল স্তরের মানুষ যে যেভাবে পারছে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে।’
তামিম/এমএ//