বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) ‘Words of Hope: BUDS Fundraising BP Debate Tournament for Flood Recovery’ শিরোনামে আন্তঃবিভাগ (ইংরেজি বিপি) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। যে আয়োজনের দলপ্রতি রেজিষ্ট্রেশন ফি এর মূখ্য অংশ বন্যার্তদের সহায়তায় দেয়া হবে।
শনিবার (২৪ আগস্ট) বিইউডিএস এর সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ও ৩১ শে আগস্ট, ২০২৪ ইং রোজ শুক্র ও শনিবার বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘Words of Hope: BUDS Fundraising BP Debate Tournament for Flood Recovery’ শিরোনামে আন্তঃবিভাগ (ইংরেজি বিপি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদভুক্ত (বিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন) সর্বমোট ২৫ টি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রতি বিভাগ দলপ্রতি ২ সদস্যবিশিষ্ট ২ বা ততোধিক দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে, দলপ্রতি রেজিষ্ট্রেশন ফি এর মূখ্য অংশ বন্যার্তদের সহায়তায় দেয়া হবে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দল এবং চূড়ান্ত পর্বের ও প্রতিযোগিতার সেরা বিতার্কিকের জন্য আকর্ষনীয় পুরস্কার। আন্তঃবিভাগ (ইংরেজি বিপি) বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও চূড়ান্ত পর্ব যথাক্রমে আগামী ৩০ ও ৩১শে আগস্ট, ২০২৪ ইং, বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত হবে। উক্ত ইভেন্টের বিভিন্ন পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিতার্কিকগণ ও বিভাগসমূহকে পরবর্তীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিমন্ডলী কর্তৃক পুরস্কৃত করা হবে।
মেহেদি/এমএ//