এবার বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিষ্ঠানটির ককপিট ক্রুরাও মূল বেতনের ১০ শতাংশ দিয়েছেন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান, প্রশাসনিক ও মামবসম্পদ বিষয়ক পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব) এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রশাসনিক মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকি (অতিরিক্ত সচিব) মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের নিকট হস্তান্তর করেন।
এ সময়, তাঁরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বদা দেশ ও দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
আরএস