ববি প্রতিনিধি
২০২৪ সালের সূর্যোদয় হতে আর কয়েকটা দিনের অপেক্ষা। বইতে শুরু করেছে নতুন বছরের বাতাস। রাত ও দিনের পালাবদলে পার হয়ে যাচ্ছে ২০২৩ সাল। এর মধ্যেই ঘটে গিয়েছে কত শত ঘটনা। ২০২৩ সাল জুড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘটেছে নানা ঘটনা, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনার। এসবের মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখে নেয়া যাক একনজরে।
ববির ৫ শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তি
স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য ববির ৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ববির কলা অনুষদ থেকে ইংরেজি বিভাগের শামোলিমা শহীদ খান, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে রাষ্ট্রবিজ্ঞানের রনি গোপাল দাস, প্রকৌশলী অনুষদ থেকে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা, জীববিজ্ঞান অনুষদ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান ও আইন অনুষদ থেকে তাহমিনা আক্তার মুন এ স্বর্ণপদক পান।
প্রশ্নপত্রে ‘শয়তান দেহ পাবি মন পাবি না’ উক্তি নিয়ে সমালোচনার ঝড়
মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে “শয়তান দেহ পাবি মন পাবি না” এমন একটি উদাহরণ আসায় আলোচনা সমালোচনা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় তুলে।
হলের শৌচাগার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্পসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনায় সম্পৃক্ত থাকায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
প্লেজিয়ারিজম চেকার সফটওয়্যার চালু
শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নকল লেখা বা কপি লেখা পরীক্ষণে ‘প্লেজিয়ারিজম চেকার’ সফটওয়্যার চালু করা হয়। সফটওয়্যারটি ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম, বিভিন্ন প্রজেক্ট পেপার, টার্ম পেপার এবং থিসিস পেপার চেক করতে পারবে এবং কাজগুলো সফটওয়্যারটিতে সংরক্ষণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধায়নে এবং নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সালের সার্বিক সহযোগিতায় টার্নিটিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে সফটওয়্যারটির ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন নেয়া হয়।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ববি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মোট ১২ জন আহত হয়। এতে আয়াতুল্লাহ নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর বাম পায়ের রগ কেটে যায়।
১০৭ শিক্ষার্থীকে ডিন স অ্যাওয়ার্ড প্রদান
৬টি অনুষদের অধীন ২০১৮-১৯, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক এবং ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্যায়ের সর্বমোট ১০৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাড়ে ৪ বছর পর রেজিস্ট্রার পদে ফিরলেন মনিরুল
আদালতের আদেশে প্রায় সাড়ে ৪ বছর পর ববির রেজিস্ট্রার পদে ফিরে আসেন মো. মনিরুল ইসলাম। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে ববির তৎকালীন উপাচার্য এসএম ইমামুল হক। পরবর্তীতে তার বরখাস্তের আদেশ নিষ্পত্তি করেন উচ্চ আদালত। ৫ অক্টোবর তিনি এ পদে পুনরায় যোগদান করেন।
ববি শিক্ষার্থীকে মেরে হাত ভেঙে দিল ছাত্রলীগ
ববির বঙ্গবন্ধু হলে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মুকুল আহমেদকে রাতভর রুমে আটকে নির্যাতন করে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠে ববি ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। নিজ বিভাগের জুনিয়রদের ওপর র্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে এ নির্যাতন বলে দাবি করেন মুকুল।
উপাচার্যের বিদায়ে মিষ্টি বিতরণ
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের বিদায়ে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৬ নভেম্বর বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচ তলায় মিষ্টি বিতরণ করেন তারা।
উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদটি শূন্য হওয়ায় পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন ববির ১৪ শিক্ষক
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে সাতটি গবেষণা প্রকল্পের জন্য বিশ লক্ষ টাকা অনুদান পেতে যাচ্ছেন ববির ১৪ শিক্ষক।
২০২৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় হারায় যাদের
বছরের শুরুতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান ডেঙ্গু জ্বরে মারা যান। এরপর উদ্ভিদবিজ্ঞান বিভাগের রিবনা শাহারিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পদার্থবিজ্ঞান বিভাগের মোহাম্মাদ রাকিব ফকির মৃত্যুবরণ করেন। হৃদরোগে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সুমন মৃধা মৃত্যুবরণ করেন। সর্বশেষ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান রাফি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান।
মেহেদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়