বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমরান আল-আমিনের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা *সোচ্চার* তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক মুকুল আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব হলো ভিন্নমত গ্রহণের প্রতি সহনশীলতা প্রদর্শন করা এবং সত্য ও বস্তুনিষ্ঠ মতামত গ্রহণ করা। কিন্তু ইমরান আল-আমিনের ওপর হামলা এটি হুমকিস্বরূপ, যা বাকস্বাধীনতা ও মানবাধিকারের লঙ্ঘন।” তারা আরও বলেছে, “মতামত প্রকাশের কারণে কাউকে শারীরিক বা মানসিকভাবে আক্রমণ করার অধিকার কাউকে দেওয়া যায় না।”
বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে সব সদস্যের ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করা উচিত। অতিদ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভিসি-বিরোধী আন্দোলনের মধ্যে ‘শিবিরকর্মী’ ট্যাগ দিয়ে ইমরান আল-আমিনের ওপর হামলা করা হয়।