অবশেষে বরখাস্ত করা হলো শিক্ষার্থীর মুখ চেপে ধরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার আলোচিত পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে।
রবিবার (১৮ আগস্ট) ডিএমপির কমিশনার মো. ময়নুল হাসান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে আরশাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জানা যায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের সময় রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন আরশাদ। পরে সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আরশাদের অসদাচরণ নিয়ে সৃষ্টি হয় তীব্র সমালোচনার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনে সম্পৃক্ত নাহিদুল সেদিনের ঘটনা সম্পর্কে বলেন:
“শতাধিক মানুষের মিছিল নিয়ে এগুনোর সময় উচ্চ আদালতের ঈদগাহ ফটকের সামনে পৌঁছালে পুলিশ আমাদের গতিরোধ করে কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ আমাদের মৎস্য ভবনের কাছে নিয়ে যায়। সেই সময়েও স্লোগান দেওয়ায় দুজন পুলিশ সদস্য আমাকে টেনে নিয়ে গালাগাল করতে থাকেন। আর তখনই আরশাদ আমার মুখ চেপে ধরেন।”
এ দিকে, এই বিষয়ে ডিএমপির এক বিবৃতিতে জানায়, পুলিশ একটি সুশৃঙ্খল ফোর্স। এই ফোর্সের একজন সদস্য হয়েও আরশাদের অপেশাদারসুলভ কার্যকলাপ পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টি করেছে। তাই পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে আরশাদকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো।
আরএস//