পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা-২ আসনে (পাথরঘাটা বামনা বেতাগী) বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় ও স্থানীয় দুই নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে ওই দলে দুই প্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ছাড়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা নাদিরা। আছেন রফিকুল ইসলাম নামে একজন স্বতন্ত্র প্রার্থীও। এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের
মনোনয়ন পেয়েছেন দুই প্রার্থী। এরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের বরগুনা জেলা কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া আরও যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা নাদিরা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রহমান খোকন, বাংলাদেশ জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মো. মিজানুর রহমান, তৃণমূল বিএনপি বরগুনা জেলা শাখার সদস্য কামরুজ্জামান লিটন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, জাকের পার্টি পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মো. হানিফ সিকদার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা ও বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আবুল কালাম ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী রফিকুল ইসলাম।
বাংলাদেশ কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেয়া দুই নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান ও বরগুনা জেলা কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক দুজনেই দলের মনোনীত প্রার্থী বলে নিজেকে দাবি করান। একই সঙ্গে তারা মনোনয়নপত্রের সঙ্গে পৃথক ভাবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাতে
বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রধান চেয়ারম্যান কাজী রেজাউল হোসেনের সই রয়েছে। তবে দুজনেই নিজেকে একমাত্র দলীয় প্রার্থী হিসেবে দাবি করেছেন।
বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, দলের আমি যুগ্ন মহাসচিব, তাছাড়া বরগুনা-২ আসনটি আমার নিজের এলাকা। তাই দলের চেয়ারম্যান ও মহাসচিবের সিদ্ধান্ত মোতাবেকই আমি এখানে প্রার্থী হয়েছি। আর কংগ্রেসের প্রার্থী বলে নিজেকে দাবি করা আব্দুর রাজ্জাক বরগুনা জেলা কমিটির সদস্যও নয়। তাছাড়া আজ এ খবর পাওয়ার পর দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে কথা বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছেন এখানে দলীয় প্রার্থী একমাত্র আমিই থাকবো।
বাংলাদেশ কংগ্রেসের বরগুনা জেলা কমিটির সদস্য দাবি করা মো. আব্দুর রাজ্জাক বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে তবে কিভাবে এখানে দুজন হলো তা আমি জানিনা। তবে দলের সঙ্গে কথা বলব এর চেয়ে বেশি কিছু বলতে পারছিনা।
এ সময় তার কাছে দলীয় প্রধানের নাম জানতে চাওয়া হলে তিনি বলেন আসলে দলীয় প্রধানের নাম এই মুহূর্তে ভুলে গেছি তবে দেখে জানাতে পারবো।
এ ব্যাপারে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইয়ারুল ইসলাম বলেন, গভীর রাত পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ সময় দপ্তর সম্পাদক ভুল করে সই করিয়েছেন। তাছাড়া জোটভুক্তভাবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি তাই জোটের চাপে এভাবে হয়ে গেছে। ওই আসনে সংশোধনী দিয়ে আমরা দলীয় প্রার্থী মিজানুর রহমানের নাম জানিয়ে দেব।
মোঃ রবিউল আলম সুজা
পাথরঘাটা, বরগুনা