উপাচার্যের অনুপস্থিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুল ইসলাম বলেন, গত ২৯ তারিখ শিক্ষামন্ত্রালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা আজ মিটিং করেন। মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক তিনি।
আরএ//