সুমাইয়া আক্তার
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সরকারি কলেজ প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের বিদায় সংবর্ধনা ও নতুনদের জন্য নবীন বরণের আয়োজন করা হয়।
আজ (২৫ মে) রবিবার সকাল ১০ টায় আব্দুল জলিল অডিটোরিয়ামে প্রাণিবিদ্যা বিভাগের নির্বাক সন্ধিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনের প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর এ বি এম ছানা উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক এম এ হাসান এবং সভাপতি ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল।
প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের বিদায় ও সংবর্ধনা একই সাথে নবীনদের বরণ করে নেওয়ার জন্য নির্বাক সন্ধিক্ষণ -২০২৫” আয়োজনটি ছিলো ঝাঁক ঝমক পূর্ণ স্মৃতিতে ভরপুর।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা মনে করেন এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের বিভাগের সবার মধ্যে ভালোবাসা আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই অনুষ্ঠান ছিল আমাদের হৃদয়ের আবেগ আর স্মৃতিকে একসাথে গেঁথে রাখার ছোট্ট একটা চেষ্টা।এই আয়োজন হয়তো বিদায়ের, কিন্তু সম্পর্কের নয়।বিদায় শুধু একটা মুহূর্ত, কিন্তু স্মৃতিরা থেকে যাবে আজীবন। পুরাতন যাবে নতুনরা আসার যে যৌথ আয়োজন তা সবাইকে মুগ্ধ করেছে।
শিক্ষকবৃন্দ জানান, আমরা আশা করি তোমরা যে ভালো ফলাফল নিয়ে কলেজে এসেছো তার দ্বিগুণ নিয়ে যাবে কলেজ থেকে। দীর্ঘ সময় এই ক্যাম্পাসে তোমাদের পদচারনা। এইখান থেকেই তোমরা সুশিক্ষিত হয়ে সফলতার দিকে এগিয়ে যাবে। নতুনদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন থেকে পরিশ্রমী হতে হবে। এখন থেকে চেষ্টা করে নিজেদের সাফল্যে এগিয়ে যেতে হবে।