জাবি সংবাদদাতা
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসন্ন ইংরেজি বর্ষবরণে আতশবাজি পরিহারের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
রবিবার (৩১ ডিসেম্বর) সংগঠনটির যু্গ্ম-আহ্বায়ক রায়হান শরীফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক হাসিব জামান বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা সংগ্রামে ফিলিস্তিনের জনতা আমাদের পক্ষে নৈতিক অবস্থান গ্রহণ করেছিল। আজকের দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসন্ন ইংরেজি নববর্ষ বরণে সর্বপ্রকার উদযাপন ও আতশবাজি পরিহারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছে।
এতে আরো বলা হয়, ফিলিস্তিনে ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের জনসাধারণকে অব্যাহতভাবে ইসরায়েলি পণ্য পরিহার করার মধ্য দিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়