অপু, বুবলির পর এবার বলিউড নায়িকা সোনালকে বিয়ে করেছেন শাকিব খান। সম্প্রতি ঢালিপাড়া আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে বলিউড নায়িকা সোনালকে বিয়ে করেছেন শাকিব খান। নতুন সিনেমা ‘দরদ’-কে কেন্দ্র করে ঢালিউডে ছড়িয়ে পড়েছে শাকিব-সোনালের প্রেম আর বিয়ের গুঞ্জন।
হঠাৎ কেন এমন গুঞ্জন? শাকিবের হাত ধরে ঢালিউডে পা রেখেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলী। যারা দুজনেই অভিনয় জীবন থেকে ব্যক্তিজীবনে হয়েছেন শাকিবের স্ত্রী পাশাপাশি তার সন্তানের মা।
সম্প্রতি এ নায়কের হাত ধরেই ঢালিউডে পা রাখছেন বলিউডের সোনাল। তাহলে কী সোনালকেও বিয়ে করেছেন শাকিব? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটিজেন আর ভক্তদের মনে।
এছাড়া কিছুদিন আগেই অভিনেত্রী জিনাত শানু স্বাগতা শাকিবকে নিয়ে করেছিলেন একটি বিস্ফোরক মন্তব্য।
সংবাদমাধ্যমে স্বাগতা বলেছিলেন, বউ না হলে ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হওয়া যায় না। অভিনেত্রী স্বাগতার এমন মন্তব্যের ভিত্তিতে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে শাকিব-সোনালের বিয়ের খবর।