জাবি প্রতিনিধি
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সজীব চৌধুরীকে সভাপতি ও ৫০ তম আবর্তনের শিক্ষার্থী জোবায়ের ইসলাম লিয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আগামী একবছরের জন্য ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটির জোনাল প্রতিনিধি ৪৮তম আবর্তনের শফিকুল ইসলাম,সহ-সভাপতি ৫০ তম আবর্তনের আবিদ হাসান,শাহ ইবনে মিজান, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল ৫০ তম আবর্তন,সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ৫০ তম আবর্তন ,সহ সাংগঠনিক সম্পাদক ফারওয়াহ মুনজির রাফিদ ৫১ তম আবর্তন,কোষাধ্যক্ষ বায়েজিদ আহমেদ ৫১ তম আবর্তন, দপ্তর সম্পাদক আকিবুর রহমান সাবিত ৫১ তম আবর্তন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ হাওলাদার ৫১ তম আবর্তন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক ৫১ তম আবর্তনের ইমন হোসাইন।কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৫১ তম আবর্তনের সালমান শৈশব, তাওহীদ হোসেন স্বর্ণ,সাদ মাহমুদ শ্রাবণ, মহিবুল্লাহ ও সাদমান সৌমিক।
সদ্য সভাপতি সজীব চৌধুরী বলেন, আমরা সবাই জানি বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য হচ্ছে রক্তদানের মাধ্যমে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়ানো, ২০২০ সাল থেকে আমি বাঁধন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিটের সাথে যুক্ত ছিলাম ,এখন যে দায়িত্ব পেয়েছি তা যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করি।
সদ্য সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম লিয়ন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাঁধন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের একটি অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করে আসছে, তার ধারাবাহিকতা রক্ষার্থে সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ।
উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ প্রতিষ্ঠিত হয়। ০৫ জানুয়ারি ২০০৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়