বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলেছেন।
তিনি দাবি করেন, জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা মূল পরিকল্পনাকারী ছিলেন।
শনিবার (১৮ জানুয়ারি) ফেনী জেলা জামায়াতে ইসলামীর ১,৭০০ ইউনিটের সভাপতিদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনে দেশজুড়ে গুম, খুন, ক্রসফায়ারসহ নানা নির্যাতন চালানো হয়েছে। যারা এখনও এই ফ্যাসিবাদের পথ অনুসরণ করবে, তাদের হাসিনার সরকারের পরিণতি মনে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ইসলামের নাম মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছে। আমাদের দল নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ কর্মীকে কারাগারে আটক করা হয়েছে। তবে ৫ আগস্টের ছাত্র ও জনগণের আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের ওপর দয়া করেছেন এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।”
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো বাংলাদেশকে ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করা। “আমরা কোরআনের সুশাসন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই লক্ষ্য অর্জনে কোনো বাধা আমরা মেনে নেব না,” বলেন তিনি।
ফেনীর ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম মাসুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এ.কে.এম শামসুদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, এডভোকেট এস.এম কামাল উদ্দিনসহ কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যান্য সদস্যরা।
বিএন