সরকার পতনে সৃষ্টি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বোর্ডও এখন নেতৃত্বশূন্য বলা চলে! এই পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখান থেকে সরে যাওয়ার উপক্রম। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আইসিসি বিকল্পের কথা ভাবছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পর এবার তাদের সঙ্গে লড়াইয়ে নেমেছে জিম্বাবুয়ে। আফ্রিকার দেশটি আসন্ন বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে।
ক্রিকইনফোর এক খবর অনুযায়ী জিম্বাবুয়ে তাদের আগ্রহের কথা আইসিসিকে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও এই লড়াইয়ে থাকায় সম্ভাব্য ভেন্যু নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেটা খুব সম্ভব ২০ আগস্ট আইসিসির বোর্ড সভাতেই চূড়ান্ত হবে।