আজ ১৭ মে—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় এসেছিল আজকের দিনেই, ১৯৯৮ সালে। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে সেই কাঙ্ক্ষিত প্রথম জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। ঐতিহাসিক এই জয়ের আজ ২৭ বছর পূর্তি।
সেই ঐতিহাসিক ম্যাচের কিছু ঝলক
ওই ম্যাচে ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন দুই ওপেনার—আতহার আলী খান ও মোহাম্মদ রফিক। নিয়মিত ওপেনার না হলেও, সেই ম্যাচে দ্বিতীয়বার ওপেন করতে নেমে রফিক ৮৯ বলে খেলেন ৭৭ রানের অসাধারণ ইনিংস। অন্যদিকে আতহার আলী খান করেন ৪৭ রান। তাঁদের উদ্বোধনী জুটি ছিল ১৩৭ রানের। কেনিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য বাংলাদেশ স্পর্শ করে ৪৮ ওভারে ৪ উইকেট হারিয়ে। রফিক বল হাতে ৩টি উইকেটও নেন, ফলে তিনিই হন ম্যাচসেরা।
সেই ম্যাচে বাংলাদেশের একাদশ ছিলেন:
আতহার আলী খান, মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদীন, আমিনুল ইসলাম, আকরাম খান (অধিনায়ক), নাইমুর রহমান, খালেদ মাহমুদ, এনামুল হক, হাসিবুল হোসেন, খালেদ মাসুদ ও মোর্শেদ আলী খান।
সেই ১১ ক্রিকেটার এখন কোথায়?
আতহার আলী খান:
বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। বাংলাদেশ দলের খেলার সময় টিভিতে প্রায়শই দেখা যায় তাঁকে। তিনি পিএসএলসহ বিভিন্ন লিগেও ধারাভাষ্য দিয়েছেন।
মোহাম্মদ রফিক:
কিছু সময় বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে স্পিন কোচ ছিলেন। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন কোচ ছিলেন। এখন ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করছেন কেরানীগঞ্জে।
মিনহাজুল আবেদীন:
দীর্ঘদিন বিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিসিবিতে প্রোগ্রাম হেড হিসেবে কাজ করছেন।
আমিনুল ইসলাম:
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল এখন অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন, এখন কাজ করছেন এসিসিতে।
আকরাম খান:
আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক আকরাম বর্তমানে বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। একসময় ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
নাইমুর রহমান:
২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। পরে রাজনীতিতে জড়িত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দুবার। তবে বর্তমানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়।
খালেদ মাহমুদ:
বিসিবির পরিচালক ছাড়াও জাতীয় দলের ম্যানেজার ও কোচ হিসেবে কাজ করেছেন। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।
এনামুল হক:
খেলা শেষে আম্পায়ারিংয়ের দিকে ঝুঁকেন। বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় যিনি পরবর্তীতে টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন। বর্তমানে আম্পায়ার প্রশিক্ষক।
হাসিবুল হোসেন:
বয়সভিত্তিক দলে নির্বাচক হিসেবে কাজ করছেন। টিভি টক শোতেও খেলার বিশ্লেষক হিসেবে উপস্থিত থাকেন।
খালেদ মাসুদ:
ব্যবসায় মনোযোগ দিয়েছেন। ঢাকা ও রাজশাহীতে তাঁর ব্যবসা রয়েছে। বিসিবির নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে জয়ী হননি।
মোর্শেদ আলী খান:
মাত্র তিনটি ওয়ানডে খেললেও বর্তমানে আইসিসির প্যানেল আম্পায়ার। নারী ও পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। গানেও তাঁর দক্ষতা রয়েছে।
সেই ম্যাচের স্কোরসামারি
কেনিয়া: ৪৯ ওভারে ২৩৬ অলআউট (রবি শাহ ৫২, মোহাম্মদ রফিক ৩/৫৬)
বাংলাদেশ: ৪৮ ওভারে ২৩৭/৪ (মোহাম্মদ রফিক ৭৭, আতহার আলী খান ৪৭)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ রফিক
এই ঐতিহাসিক জয় বাংলাদেশের ক্রিকেটে আত্মবিশ্বাস ও সাফল্যের পথচলার ভিত্তি গড়ে দেয়। ২৭ বছর পরেও সেই স্মৃতি আজও গর্বের।