ভারতের ১৯৬ রানের জবাবে ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করতে পেরেছে বাংলাদেশ। পরপর দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় একরকম নিশ্চিতই হয়ে গেছে।
ব্যাট হাতে তানজিদ হাসান ২৯ রান করতে খেলেন ৩১ বল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩২ বলে ৪০ রান। বাকি ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য রান করতে পারেননি কিছুই। শেষে রিশাদ হোসেনের ১০ বলে ২৪ রানের সৌজন্যে পরাজয়ের ব্যবধান কমে কিছুটা।
ভারতের হয়ে বল হাতে আজ দুধর্ষ ছিলেন কুলদিপ। ৩ টি উইকেট শিকার করেন তিনি।
হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডিং নৈপূণ্যেই ম্যাচ হারে বাংলাদেশ। ব্যাট হাতে অর্ধশতক এবং বল হাতে তুলে নেন লিটন দাসের উইকেট।
রবিবার আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে বাংলাদেশকে নিয়েই বাদ পড়বে আফগানরাও।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৯৬/৫ (রোহিত ২৩, ভিরাট ৩৭, পান্ত ৩৬, সুরিয়াকুমার ৬, দুবে ৩৪, পান্ডিয়া ৫০*, আকসার ৩*; মেহেদি ৪-০-২৮-০, সাকিব ৩-০-৩৭-১, তানজিম ৪-০-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, রিশাদ ৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ২-০-৮-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, তানজিদ ২৯, শান্ত ৪০, হৃদয় ৪, সাকিব ১১, মাহমুদউল্লাহ ১৩, জাকের ১, রিশাদ ২৪, মেহেদি ৫*, তানজিম ১*; আর্শদিপ ৪-০-৩০-২, বুমরাহ ৪-০-১৩-২, আকসার ২-০-২৬-০, পান্ডিয়া ৩-০-৩২-১, জাদেজা ৩-০-২৪-০, কুলদিপ ৪-০-১৯-৩)
ফলাফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: হার্দিক পান্ডিয়া