নতুন ইতিহাসের জন্ম দিলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন মুশফিক। টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই ধরনের আউট হলেন তিনি। আর বাংলাদেশের হয়ে প্রথম।
তার এমন আউট নিয়ে দিন শেষ কথা বলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
তার মতে, খেলার ফ্লোতে মুশফিক এমনটা করে ফেলেছেন। সঙ্গে যুক্তি দিয়েছেন, ‘কোনও ব্যাটার তো আর ইচ্ছা করে আউট হতে চাইবেন না।’মুশফিকের আউট ইচ্ছাকৃত নয় দাবি করে বিশ্বকাপে আঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ টেনে মিরাজ আরও বলেন, ‘আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু চলতে থাকে। এটাও তেমনই ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয় মুশফিক ভাই যেভাবে আউট হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, সেটাও এভাবেই হয়ে গেছে।’