টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কমল। গত শুক্রবার বাংলা ও হিন্দি ভাষায় ভারতে মুক্তি পেয়েছে ‘মানুষ’ ছবিটি। ছবিটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। মুক্তির পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি। সব মিলিয়ে জিতুর ক্যারিয়ারে এখন সুবাতাস বইছে।
সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন ,সেই সাথে শেয়ার করেছেন একবার বাংলাদেশে আসার পর তার সাথে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতাও।
সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানান, বাংলাদেশে এসে কাজ করার ইচ্ছে আছে তার। তবে কয়েকবছর আগে ঢাকা এসে এক খারাপ অভিজ্ঞতা হয়েছিল এই অভিনেতার। ২০১৭ সালে জিতু বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট খেলতে। সেই সময় একটা মেলায় গিয়ে পকেটমারি হয়ে যায়। যার ফলে পুরো পকেট ফাঁকা হয়ে যায় এবং মহাবিপদে পড়তে হয়েছিল জিতুকে।