জনপ্রিয় চীনা অ্যাপলিকেশন টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পর থেকে এই অ্যাপটি ঘিরে অনেক ধরণের আলোচনা উঠে এসেছে।
প্রায় ১৫০টি দেশে ১৫০ কোটি ইউজার রয়েছে অ্যাপটির।
বাংলাদেশে টিকটক চিরতরে নিষিদ্ধ করা হচ্ছে—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামের একটি ফেসবুক গ্রুপ ও ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে এই তথ্যটি জানানো হয়েছে।
এরপর ওই পোস্টের নিচে অনেকেই এই উদ্যোগকে অভ্যর্থনা জানিয়েছেন।
কিন্তু, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে সরকারের কোনো অনুমদিত প্রতিষ্ঠান নেই। তাই এইসকল ফেসবুক গ্রুপের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই।
গত ১৮ই জানুয়ারি রাত ৯টা ৪২ মিনিটে ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ নামের একটি পেজ প্রথম এই পোস্টটি করে।
এরপর ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ গ্রুপ থেকে এই পোস্টটি শেয়ার হয় এবং তা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ওই গ্রুপের পোস্টে লেখা হয়- ‘বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হচ্ছে জনপ্রিয় টিকটক, সোর্স: বাংলাদেশ শিক্ষা বোর্ড’।
এ সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পেজ বা গ্রুপ নেই।
কেউ নিজ থেকে এসব পরিচালনা করে ভুল তথ্য ছড়াচ্ছে। বিষয়টি সমাধানে বিটিআরসির সাথে কথা বলা হবে।