বাংলাদেশে ‘অস্থিরতা’ দেখা দেয়ার পর বৈশ্বিক পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচুর চাহিদাপত্র পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় বস্ত্র কোম্পানি রেমন্ড। তারা এ সুযোগ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম হরি সিংহানিয়া।
গৌতম সিংহানিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে রেমন্ড তাদের পোশাক ব্যবসা বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর করতে চায় কি না। জবাবে তিনি বলেন,
আমরা আশাবাদী। প্রচুর চাহিদাপত্র দেখছি। এতে কিছুটা সময় লাগবে, তবে আমরা ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি।
রেমন্ডের প্রধান নির্বাহী আরও বলেন,
রেমন্ডের জন্য ভারত বেশি উপযুক্ত, কারণ এখানে পুরো সরবরাহ চেইন ভালোভাবে কাজ করে। রেমন্ডের কাপড় তৈরির যেমন ব্যবস্থা রয়েছে, তেমনই রয়েছে পোশাক তৈরির ব্যবস্থা। এর ফলে পণ্যের চূড়ান্ত সরবরাহ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সময় বাঁচাতে পারবে।
সিংহানিয়ার মতে, ‘ভারতীয় শ্রমের খরচ বাংলাদেশের তুলনায় বেশি হতে পারে। তবে বিষয়টি সার্বিকভাবে দেখতে হবে।’