বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারী পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বাংলা অ্যাকাডেমি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই মো. হারুন-উর-রশীদ আসকারী বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান। যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর তাঁকে এ দায়িত্বে থাকার কথা ছিল।
আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তাঁর রচিত বেশকিছু প্রবন্ধ ও বই রয়েছে।
রুশু//