ঢাকাই সুপাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। কয়েক দিন পরই শুরু হবে হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার শুটিং।
কোর্টনির এটি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।
সম্প্রতি কোর্টনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, সাদা দেওয়ালে সাঁটানো হাতে লেখা বাংলা বর্ণমালা। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি শিখছি।’ এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলা ভাষার চলচ্চিত্রে দেখা যাবে তাকে।
শুটিংয়ের জন্য ৯ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন কোর্টনি। এরপর শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।