বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে স্থানীয় সমাজ কল্যাণ অফিস ও ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং একটি দোকানে লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতের আধারে বাগেরহাট উপজেলার চিংড়াখালী বাজারের দুই পাহাড়াদারকে মারধর করে বেধে রাখে দূর্বৃত্তরা। এর পরই অগ্নিসংযোগ ও লুট করেন মুখোশধারীরা।
পাহাড়াদারদের মধ্যে হতে আকবর শেখ বলেন, ” গতকাল গভীররাতে হঠাৎ করে কিছু মুখোশধারী লোক এসে আমাদের অস্ত্রের মুখে বেঁধে ফেলে। ঘণ্টা দেড়েক পরে তারা চলে যায়। পরে আমাদের চিৎকারে লোকজন আসে এবং মসজিদের মাইকেও ঘোষণা দেয়া হয় বাজারে সমস্যা হয়েছে। পরে সমাজকল্যাণ অফিস ও ছাত্রদলের অফিসে আগুন দিয়েছে এবং ভাংচুর করেছে। এছাড়াও, ইলেক্ট্রনিক্সের দোকানে সেটি লুট হয়েছে। মুখোশ পড়া থাকায় আমরা কাউকে চিনতে পারিনি।
চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহান অগ্নিসংযোগ ও হামলার সঙ্গে জড়িত প্রত্যাককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মো. সামছউদ্দিনের নিকট এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ”পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এই নিয়ে তদন্ত চলছে।”