রাঙামাটির বাঘাইছড়ি পৌর মেয়রকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠিন কর্মসূচী ঘোষণা করবে তারা।
শুক্রবার (১৬ আগস্ট ) চৌমুহনী শাপলা চত্বর মুক্তমঞ্চে এ ঘোষণা দেয়া হয়। শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠান শুরু করে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার পৌর কমিটির সাধারণ সম্পাদক সবুজ মিয়া, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু জাহেদ, সহ-সংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, কৃষক দল তাঁতীদলের আহ্বায়ক নূর কবির প্রমুখ।
বিএনপির নেতারা দাবি করেন, অবৈধ ও ভোট চুরির মাধ্যমে বাঘাইছড়ি পৌরসভার মেয়র হয়েছেন মো. জমির হোসেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছেন মো. জমির হোসেন। একারণেই তাকে মেয়র হিসেবে দেখতে চায় না এলাকাবাসী।
নাসিফ/এমএ//