বান্দরবানের লামা অঞ্চলে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রায় ৫০০ একর অবেধ সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। প্রশাসনের সহায়তায় জালিয়াতি করে স্ত্রীর নামে একশত একরের বেশি জমি কিনেছেন একই এলাকায়। ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করেছেন
এলাকাবাসীর অভিযোগ করেছে, স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জায়গা কেনার বিধান না থাকলেও প্রভাব খাটিয়ে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয় এসব সম্পত্তির। ভুক্তভোগীরা এবার জায়গা ফেরতের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে স্থানীয় সরকারমন্ত্রী থাকাকালীন তাজুল ইসলাম তার স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ক্রয় করেন ১০০ একরের বেশী জায়গা।
সরই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস বলেন, ”আইনগতভাবে জায়গা কেনার বিধান না থাকলেও ক্ষমতার প্রভাবে চাপে পড়ে সনদ দিতে বাধ্য হয়েছি”। তবে, বেআইনিভাবে প্রশাসনের নিবন্ধনের কাজে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জাজ আদালতের অ্যাডভোকেট আবু জাফর।