৫৬ বছর বয়সে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আরবাজ় খান। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সুরা খানের সঙ্গে নিকাহ্ সারলেন খান পরিবারের মেজো ছেলে। বাবার বিয়েতে হাজির ছিলেন মালাইকা-আরবাজ়ের ছেলে আরহান খান। নতুন স্ত্রীর সঙ্গে নাচলেন আরবাজ়। সঙ্গে নাচলেন ছেলেও।
বিয়ের পর বোন অর্পিতা খানের বাড়িতে বসে গানের আসর। সেখানেই স্ত্রী সুরার জন্য ‘দবং’ ছবির ‘তেরে মস্ত মস্ত নয়ন’ গান ধরেন আরবাজ়। পাশে দাঁড়িয়ে লাজুক হাসেন আরহান। যদিও বাবার জোরাজুরিতে ওই গানে বাবার নতুন স্ত্রীর সঙ্গে হাতে হাত ধরেই নাচতেই দেখা গেল মালাইকা-পুত্রকে।
বাবার বিয়েতে নাচার মতো ভাগ্য হয়েছে আরহানের, সেই নিয়ে কটাক্ষও করেছেন নেটিজেনরা। যদিও সে সবে কান দিতে কখনওই দেখা যায়নি খান পরিবারকে। ভাইয়ের বিয়েতে ‘দিল দিয়া গল্লা’ গানে নাচেন সালমান খানও।