অস্ট্রেলিয়ার বর্তমান দলে গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মিচেল মার্শ। তার বাবা জিওফ মার্শও একটা সময় ছিলেন অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।
১৯৮৭ সালে জিওফ মার্শ দেশের হয়ে জিতেছিলেন ওয়ানডে বিশ্বকাপ। এবার তার ছেলে মিচেল মার্শ ২০২৩ সালে জিতলেন ওয়ানডে বিশ্বকাপ।
কাকতালীয় ব্যাপার হলো, পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদযাপন করেছিলেন জিওফ মার্শ।
এবার তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উদযাপন করলেন। এবার অস্ট্রেলিয়া শিরোপা জিতলো ঘরের মাঠেরই ভারতকে হারিয়ে।