সিলেটের খাদিমনগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্যবিবাহ নিয়ে মতপ্রকাশ করায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (১৪ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের টিলাপাড়া গ্রামের বাসিন্দা বদরুল মিয়া, আফরেতা বিবি, রোকসানা বেগম, শেলী বেগম, আয়শা বেগম ও বেগম বিবি।
র্যাব জানায়, গত ১৬ এপ্রিল লুসাইন এলাকায় মুজিবুর রহমান তার নিজ বাড়িতে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, বাল্যবিবাহবিরোধী ফেসবুক পোস্ট করার কারণে তাকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে র্যাব। তাদেরকে গ্রেপ্তারের পর সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।