ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার আলাইয়াপুরে আকবরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার গভীর রাতে কে বা কারা আলাইয়াপুরে তার বাড়িতে মূল ঘরের পেছনে একটি দেয়ালঘেরা টিনশেড ঘরে রাখা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে দমকল বাহিনীকে সহায়তা করে। কেমন করে এ ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা কোনো নাশকতা, নাকি যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।