বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ৩ সদস্যের পদত্যাগের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিইআরসির সদস্য মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
এ সংক্রান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়:
“বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্বাহী সদস্য মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলে তাঁদের পদসমূহ ৩০ আগস্ট থেকে শূন্য বলে পরিগণিত হবে।”
প্রসঙ্গত, গত ২০ আগস্ট বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর একদিন পর ২২ আগস্ট জালাল আহমেদকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়।
- আরএস