বেআইনি সমাবেশ এবং মিছিল থেকে পেট্রোল বোমা মেরে তিনজনকে জখম করার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলায় বিএনপির আট নেতাকর্মীর প্রত্যেককে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১২ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডবিধির ১৪৭ ধারায় এক বছর এবং ৪৩৫ ও ১৪৯ ধারায় প্রত্যেক আসামিকে দুই বছর করে মোট তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা পরিশোধ না করলে প্রত্যেক আসামিকে এক মাস করে মোট দুই মাস কারাভোগ করতে হবে।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম।