লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির এক দলীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের নেতা ও আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত।
গত বুধবার (২৯ জানুয়ারি) আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে তাকে বিএনপির মঞ্চে বসতে দেখা যায়। এ সময় তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের পাশে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিএনপির এই দলীয় মঞ্চে আওয়ামী লীগের নেতার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন উঠে আসে এবং ব্যাপক সমালোচনা হয়।
এ বিষয়ে শামীম আব্বাস সুমন বলেন, “এলাকার স্বার্থে আমরা আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। এখন বিএনপির কোনো পদ না পেলেও ভবিষ্যতে পাওয়ার আশা করছি।”
অন্যদিকে, এই বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিএনপি কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজানকে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।