বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে দলটি। সোমবার (২ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য জানায়।
সূত্রটি বলে, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে দুর্নীতির দায়ে অভিযুক্ত বাণিজ্য প্রতিষ্ঠান এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত হীরা ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের দায়ে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিকে সোমবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমেদ বলেন:
“দীর্ঘ ১০ বছর পর আমার নিজের জেলায় সংবর্ধনা অংশ নিতে গিয়েছিলাম। বিমানবন্দরে অবতরণ করে কোন গাড়িতে চড়ব তা তো আমি ঠিক করিনি। সংবর্ধনার আয়োজকরাই সেটা করেছিল। তাঁরা চকরিয়া জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে আমি জানতে পারি এস আলম গ্রুপে চাকরিরত এক ছোট ভাইয়ের অফিসের গাড়ি এটি। আমি দুঃখিত বিষয়টির জন্য।”
আরএস