সরেজমিনে দেখা যায়, হরতালের কারণে রাস্তায় নেই পর্যাপ্ত বাস। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাস না পেয়ে বিকল্প উপায়ে অফিস ও শিক্ষাঙ্গনে যাচ্ছেন অনেকে।
এ সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি অটোরিকশা, রাইড শেয়ার মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে।
হরতালের আগের রাতে ঢাকায় ৪ বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর কাফরুল, গুলিস্তান, ধানমন্ডি ও মিরপুরে পৃথক চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকেও ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। যানবাহনে আগুন দেয়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
তফসিল ঘোষণার পরে ঘোষিত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।