বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ হওয়াকে ‘জনগণের বিজয়’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২২ মে) ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া এক ভার্চুয়াল প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই রায়ে গণতন্ত্রেরও বিজয় হয়েছে। ঢাকাবাসী যাকে মেয়র হিসেবে চেয়েছিল, আজ তার বৈধতা আদালত নিশ্চিত করেছে।”
তিনি আরও বলেন, “এই মেয়র নির্বাচন নিয়ে শুরু থেকেই আওয়ামী লীগ সরকার জোর করে ফলাফল ছিনিয়ে নিয়েছিল। কিন্তু জনগণ ইশরাককে জনতার মেয়র হিসেবে মেনে নিয়েছে। এখন সরকারের উচিত—আর কোনো বিলম্ব না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার শপথের ব্যবস্থা গ্রহণ করা।”
মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যেহেতু আদালত রায় দিয়েছেন এবং জনগণের স্বার্থে এটি এসেছে, তাই আর সড়ক অবরোধ নয়। জনগণের স্বস্তি ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আমরা সবাইকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ জানাই।”
তিনি রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকে সমাধানের একমাত্র পথ হিসেবে দেখিয়ে বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দ্রুত দিতে হবে। সংস্কার নিয়ে যে ঐকমত্য রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। যেখানে মতভেদ আছে, সেখানে আলোচনার ভিত্তিতে সমাধান খুঁজে চলমান প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।”
এই রায়ের পর রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে নতুন গতি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। এখন দেখার বিষয়—সরকার ইশরাক হোসেনের শপথের বিষয়টি কত দ্রুত কার্যকর করে।