বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য দীন মো. নূরুল হকসহ দুই সহ–উপাচার্য অধ্যাপক মো. মনিরুজ্জামান খান ও অধ্যাপক মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন।
রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র প্রেরণ করেন দীন মো. নুরুল হক, মো. মনিরুজ্জামান খান ও মো. আতিকুর রহমান। তবে তাদের পদত্যাগের কারণ এখনও জানা যায়নি।
অধ্যাপক দীন মো. নূরুল হক চলতি বছরের ১১ মার্চ বিএসএমএমইউর উপাচার্যের পদে নিয়োগ পান। তার পূর্বে তিনি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্বিবদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ। এ ছাড়াও, পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ এবং বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক।
আর আহমেদ//