এর পরেই ছড়িয়ে পরে ,শুধু হিমু না, দেশের বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা বিগো লাইভে সক্রিয়। ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমীও রয়েছেন এ তালিকায়।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান বিগো লাইভে মৌসুমীর অ্যাকাউন্ট আছে বলে উল্লেখ করেছিলেন।
এতেই ক্ষুব্ধ হন ওমর সানী। দিলেন আল্লাহর কাছে বিচার। এরইমধ্যে বিষয়টি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’এতে মৌসুমীর সম্মানহানি হয়েছে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেব না। আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। তিনিই সবচেয়ে বড় আদালত।’