বিচারকের কাছে জামিনের আবেদন করেছিলেন আসামি মনির খান। তবে তা মঞ্জুর করেননি বিচারক। আর এই ক্ষোভে বিচারকাজ চলাকালীনই বিচারককে জুতা ছুড়ে মেরেছেন এক আসামি। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে,‘আদালতে আসামির জামিন শুনানির কথা ছিল। দুপুর ১২টার দিকে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির আদালতে আসার পর সবাই উঠে দাঁড়ায়। এ সময় আসামি কাঠগড়ায় ছিলেন। বিচারক মোহাম্মদ জহিরুল কবির এসে বসলে আসামি তাঁকে লক্ষ্য করে দুটি স্যান্ডেল ছুড়ে মারেন। পরে পুলিশ তাঁকে নিবৃত্ত করে।’তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি আসামি মনির খান মাইকেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন পুলিশ। পরদিন তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। আসামি মনির পেশার একজন হকার। তিনি বিএনপির সমর্থক।