বিজিবির টহলরত রিকুইজিশনকৃত পিকআপের সাথে জেআর এন্টারপ্রাইজের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। আহত হয়েছে বিজিবির ২ জন হাবিলদার ও ২ জন সিপাহি গুরুতর আহত হয়েছে।
বিজিবির বেইজ ক্যাম্পের টহলরত রিকুইজিশনকৃত পিকআপ গাড়ি পলাশবাড়ী-গাইবান্ধা রোড রাইস মিল নামক স্থানে বেসামরিক বাস (জেআর এন্টারপ্রাইজ) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে বিজিবির ২ জন হাবিলদার ও ২ জন সিপাহি গুরুতর আহত হয়।
আহত ০৪ জন সদস্যকে সিএমএইচ, রংপুর এবং পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, পিকআপ চালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেড়টার দিকে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।