সীমান্তে পিঠ প্রদর্শন করে কাপুরুষোচিত আচরণ ও দুর্নীতি থেকে নিজেদের দূরে থাকতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক কালে বিজিবি সদর দফতরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে এইসব নির্দেশনা প্রদান করেন তিনি ।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির সকল রিজিয়ন কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মো:জাহাঙ্গীর আলম বলেন, ” দুর্নীতিকে কোনোভাবেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব “।