ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের তৈরি ‘ফ্যাক্টচেক ইউনিট’কে অসাংবিধানিক ঘোষণা করেছে মুম্বাই আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি অতুল চন্দুরকর সংশোধিত ওই বিধিটিকে সংবিধানের ১৪ ও ১৯ ধারার পরিপন্থী বলে উল্লেখ করেন।
গত বছরের এপ্রিলে ‘তথ্যপ্রযুক্তি নিয়মবিধি, ২০২১’ সংশোধন করে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা, আংশিক সত্য তথ্য প্রচার ও প্রসার রুখতে ‘এফসিইউ’ গঠন করতে চেয়েছিল বিজেপি সরকার। যা দেশজুড়ে সৃষ্টি করেছিল তুমুল সমালোচনা ও বিতর্কের। বহু মহল আপত্তি তুলে বলেছিল, এর মাধ্যমে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।
পরে সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মুম্বাই উচ্চ আদালতে মামলা করেন বিশিষ্ট কৌতুকাভিনেতা কুনাল কামরা। সর্বোচ্চ আদালতেও তিনি বিষয়টি নিয়ে গেলে আদালত জানায়, মুম্বাইয়ের উচ্চ আদালতে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিট গঠন–সম্পর্কিত কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি কার্যকর করতে পারবে না।
আরএস