বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ‘বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলকে ৩-০ ব্যালটে হারিয়ে জয়ী হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেসা মুজিব (বঙ্গমাতা) হল।
শনিবার (২৫ শে মে) বিকাল পাঁচটায় বিটিভির রামপুরা কেন্দ্রে বিতর্কটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দলনেত্রী ঐশী মন্ডল শ্রেষ্ঠ বিতার্কিক ঘোষিত হন।
বিটিভি জাতীয় প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয় ফজিলাতুন্নেসা মুজিব হলকে প্রতিনিধিত্ব করেন ঐশী মন্ডল, উপমা দত্ত, সুমাইয়া শ্রাবণী, রানি খানম, মরিয়ম ছাবিয়া, উম্মোল মুমেনিন মিম, ফারজানা মারিয়া ইভা।
এ বিষয়ে বঙ্গমাতা হলের প্রোভোস্ট হেনা রাণী বিশ্বাস বলেন, প্রথমবারের মতো বঙ্গমাতা হল জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে চমক দেখিয়েছে সেটা প্রশংসনীয়৷ পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সকল সহ শিক্ষাকার্যক্রমে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থী পাশে থেকে কাজ করে যাব৷