বিডিআর হত্যাকান্ডের নেপথ্যে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদেকে দায়ী করলেন বিদ্রোহ মামলায় জওয়ানদের পক্ষের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।
বুধবার (১১ সেপ্টেম্বর) হাইকোট প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহের বিষয়ে ১৫ বছর পর নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও তে বক্তব্য প্রচার করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ। সেই বক্তব্যের প্রেক্ষিতেই এসব কথা বলেন আইনজীবী সুলতান মাহমুদ।
সাবেক সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে সুলতান মাহমুদ বলেন, “বিডিআর বিদ্রোহ সম্পর্কে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ এর বক্তব্য সঠিক নয়। তিনি চেষ্টা করলে, সরকার চেষ্টা করলে সেনা অফিসারদের বাঁচানো যেতো।”
এছাড়াও, হত্যাকাণ্ডের আগেই বিডিআরের কয়েকজন সদস্য ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক করেন। হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও জানিয়েছেন সুলতান মাহমুদ।