বিদ্রোহীদের দখলে আলেপ্পো, পাল্টা হামলার প্রস্তুতি সরকার
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ অংশ দখল করেছে। ২০১৬ সালের পর প্রথমবারের মতো রাশিয়া
শুক্রবার (২৯ নভেম্বর) থেকে শনিবার পর্যন্ত আলেপ্পোর বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা শহরের বড় অংশে প্রবেশ করেছে। সংঘর্ষে ডজনের বেশি সেনা নিহত বা আহত হয়েছে। সাময়িকভাবে সৈন্যদের সরিয়ে নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে, আলেপ্পোর বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এসওএইচআর জানিয়েছে, বিদ্রোহীরা শহরের অধিকাংশ এলাকা তেমন কোনো প্রতিরোধ ছাড়াই দখল করেছে। সরকারি বাহিনী পিছু হটার সময় উল্লেখযোগ্য সংঘর্ষ হয়নি। শহরের প্রশাসনিক ভবন, পুলিশ স্টেশন ও গোয়েন্দা অফিসগুলো খালি অবস্থায় পাওয়া গেছে।
এর আগে শুক্রবার সরকারি বাহিনী ইদলিব ও আলেপ্পোর কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছিল। এদিকে, ইদলিবের কাছে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো ২৩টি বিমান হামলা চালায়। এতে চারজন বেস
আরএস//বিএন