বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ধনী দেশ হচ্ছে জার্মান। সেখানে পাড়ি জমানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তৃতীয় বিশ্বের মানুষের।
এবার জার্মান সরকার জানালো ২৬ হাজার লোক নেয়া হবে বিনা খরচে। আরোও জানিয়েছে , স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষকতা, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে তারা।
তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে।
এখানে আবেদন করা যাবে কোনো ফি ছাড়াই।
আরোও জানানো হয়, এখন থেকে আর ৮ বছর নয়, মাত্র ৫ বছর বসবাস করলেই দেওয়া হবে জার্মানির নাগরিকত্ব। তবে বিশেষ ক্ষেত্রে তিন বছর বসবাস করলেই নাগরিত্ব দেওয়া হবে।