চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করে অনায়াসে জয় পায় । এই ম্যাচে নাজিবুল্লাহ জাদরান ৩০ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন । আগের দুই রাত ঠিকমতো ঘুম হয়নি তার!
১৭ জানুয়ারি বুধবার দুই সুপার ওভারে ভারতের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন জাদরান।
৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান ৩০ বলের ইনিংসে। তার হাতেই উঠে ম্যাচসেরার পুরস্কার।
জাদরান বলেন, ‘আমি দুই রাত ঘুমাইনি। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলে এলাম। আগেই ভেবে রেখেছিলাম, বিপিএলে এসে সেরাটা দেব। শেষ পর্যন্ত ব্যাটে-বলে করতে পেরেছি, রান পেয়েছি। দলও জিতেছে, তাতে আমি খুশি।’
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল বাকি রেখেই জিতে এই দল।