বিপিএলের পুরো আসরজুড়ে দলগুলোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বেশ সরব ছিল। বিশেষ করে ম্যাচ শেষে প্রতিপক্ষকে খোঁচা দিয়ে মজার পোস্ট করার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল রংপুর রাইডার্স।
তবে এলিমিনেটরে তাদের বিপক্ষে বড় জয়ের পর এবার সেই একই কৌশলে রংপুরকে ট্রল করল খুলনা টাইগার্স।
সোমবারের (৩ ফেব্রুয়ারি) ম্যাচে তারকা সমৃদ্ধ রংপুরকে মাত্র ৮৫ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে খুলনা টাইগার্স। ৫৮ বল হাতে রেখে সহজ এই জয় তুলে নেওয়ার পর খুলনা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেয়।
সেখানে বিপিএলজুড়ে রংপুর রাইডার্সের করা ট্রল পোস্টগুলো একসঙ্গে তুলে ধরা হয় এবং সামনে রাখা হয় সাম্প্রতিক ভাইরাল গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’-এর মডেলের হতাশার ছবি।
রংপুর রাইডার্স এবারের আসরে ফেসবুকে ঢালিউড তারকা শাকিব খানের ‘তুফান’ সিনেমার গান ব্যবহার করে ঢাকা ক্যাপিটালসকে খোঁচা দেয়, আবার রাজশাহীকে হারিয়ে ‘ওরে শামুক’ পোস্ট করেও ট্রল করেছিল। তবে খুলনার বিপক্ষে বড় হারের পর এবার নিজেরাই সেই ট্রলের শিকার হলো।
এই জয়ের মাধ্যমে খুলনা টাইগার্স ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে এবং আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার জয়ী দল।
আরইউএস