সামনে জাতীয় নির্বাচন। ১৭ ডিসেম্বরের পর থেকে পুরোদস্তুর নির্বাচনী প্রচারে যারপরনাই ব্যস্ত হয়ে পড়বেন সাকিব। তার আগে ক’দিনের জন্য চলে গেলেন যুক্তরাষ্ট্র। আজ সেখানেই এক অনুষ্ঠানে কথা বলেছেন সাকিব আল হাসান। জানিয়ে দিয়েছেন তার আগামী দিনের পরিকল্পনার কথা। বিপিএল দিয়েই সাকিবের আবারো মাঠে ফেরার ইচ্ছা। শুধু তাই না, নির্বাচনে জিতলে পুরো সময় নিজের এলাকা আর জাতীয় দলকেই দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব বলেন,তিন ফরম্যাটেই খেলছি এখনও। আশা করবো যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে কখন কোনটা কী হতে পারে। কিন্তু এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়ার।
নির্বাচনের পর হয়তো ব্যস্ততা বাড়বে, তবু সাকিবের ইচ্ছে ক্যারিয়ারের গোধুলী লগ্নে দারুণ কিছু সময় কাটাবেন তিন ফরম্যাটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।