চোখের সমস্যা ভালোই কষ্ট দিচ্ছে সাকিব আল হাসানকে। সমস্যার সমাধানের জন্য তিনি বিপিএলের আগে লন্ডনে গিয়েছিলেন। আজ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ফের চিকিৎসার শরণ নিতে হচ্ছে সাকিবকে। এখন তিনি যাচ্ছেন সিঙ্গাপুরে।
বিসিবি সূত্র জানায়, ব্যাটিংয়ের সময় দৃষ্টিশক্তি শতভাগ ঠিক নেই সাকিবের। এটির সমাধানে কদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল তাঁর।
লন্ডন থেকে ফিরে রংপুর রাইডার্সের হয়ে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছেন। ৩ নম্বর পজিশনে নেমে করেছেন ২ রান। চোখের সমস্যাটা দূর না হওয়ায় এবার বিসিবির তত্ত্বাবধানে সাকিবের সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত।
ঢাকার প্রথম পর্বে রংপুরের বাকি ম্যাচটা আর খেলা হচ্ছে না সাকিবের।
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটা মতামত নিতে ও সিঙ্গাপুরে যাচ্ছে।
সিঙ্গাপুরের ডাক্তার যদি ইংল্যান্ডের চিকিৎসকের সুপারিশ দেখেই চিকিৎসা করে, তাহলে বেশি সময় লাগবে না ফিরতে।’